ব্রাজিলে নয়, রিয়ালেই থাকতে চান আনচেলত্তি


এপ্রিল ২ ২০২৩

Spread the love


স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শেষ হয়েছে তিন মাস পেরিয়ে গেছে। তিতে সরে দাঁড়ানোর পর থেকেই ঝুলে আছে ব্রাজিলের নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া। এই সময় কোচ খুঁজে হয়রান ব্রাজিল। শুরুতে তাদের পছন্দের তালিকায় ছিলেন জিনেদিন জিদান। কিন্তু তিনি না বলায় কার্লো আনচেলত্তিকে প্রস্তাব দেয়। তিনিও ইতিবাচক সাড়া দেননি। যেটি এতদিন গুঞ্জন হিসেবে থাকলেও এবার সামনে এসেছে। গতকাল নিজ মুখেই তেমনটা স্বীকার করে নেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ আনচেলত্তি, ‘এটা সত্য যে, ব্রাজিল আমাকে কোচ করতে চাইছে। এটা একটা দারুণ সম্ভাবনা, যেটা নিয়ে আমি নিজেও রোমাঞ্চিত।’ তবে একেবারে ব্রাজিল সমর্থকদের হতাশ করেননি আনচেলত্তি। রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তি আছে ২০২৪ সালের জুন পর্যন্ত। ২০২১ সালের জুনে দ্বিতীয় মেয়াদে মাদ্রিদের দলটির দায়িত্ব নেন তিনি। গত মৌসুমে তার কোচিংয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ শিরোপা জেতে দলটি। এরপর কী হয়, সেটা কে জানে? তবে এর আগেও যদি তাকে ছেড়ে দেয় রিয়াল, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যে কারণে ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি আনচেলত্তি, ‘যার যা খুশি বলতে পারে, কিন্তু এটা সময়ের বাস্তবতা। আমি তাদের বলে দিয়েছে, আমি রিয়ালের সঙ্গে চুক্তিতে আছি এবং এটাকে আমি সম্মান করি। দেখুন ভবিষ্যতে কী হবে, সেটা কেউ বলতে পারবে না।’

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন