নজরুল ইসলাম সভাপতি, জলিল আহমেদ সম্পাদক নির্বাচিত
প্রেস রিলিজ: তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা সভাপতি এস,এম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত হয়।
তালা প্রেসক্লাবের সভাপতি এস,এম নজরুল ইসলামের সভাপতিত্বে ২৯ শে এপ্রিল বিকাল ৪ টায় অনুষ্টিত সভায় তিনি সকল সদস্য গনের দৃষ্টি আকর্ষন করে বলেন, তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ৩ বৎসর এর মেয়াদ ৩০ শে এপ্রিল ২০২৩ উর্ত্তীন্ন হবে।পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠনের বিষয়টি প্রেসক্লাব সভাপতি উপস্থিত সকল সদস্যদের দৃষ্টি আকর্ষন করে মতামত প্রদানের জন্য আহব্বান জানান।
তিনি আরও জানান, তালা প্রেসক্লাবের নাম ব্যবহার করে একটি কমিটি আত্মপ্রকাশ করায় উক্ত কমিটি অবৈধ ঘোষনার দাবিতে তালা সহকারী জজ আদালতে দেওয়ানী ৮০/ ২০১৭ মামলা দায়ের করা হয়। উক্ত মামলার সুত্র ধরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সিভিল রিভিশন মামলা নং ৪৪৭৪/২০২২ তারিখ ২৪ শে অক্টোবর মহামান্য বিচারপতি মহোদয় তালা প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি থাকাবস্থায় তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় স্বারক নম্বর ৩৭.০২.৮৭৯০.০০.০৬.০৩.১৭.২৭ (যুক্ত) তারিখঃ ০২/০৮/২০১৭ মোতাবেক তালা প্রেসক্লাবের পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে তফশিল ঘোষনা করেন। উক্ত স্বারকের নির্বাচনী তফসিল এর কার্যক্রম অবৈধ ঘোষনার দাবিতে মামলা দায়ের করা হয়। উক্ত স্বারকের কার্যক্রম ৬ মাসের জন্য মহামান্য হাইকোর্ট স্থগিত পুর্বক রুল ইস্যু করিয়াছেন। এমতাবস্থায় তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠনের বিষয়টি মতামত প্রদান করার জন্য সকল সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষন করেন।
তালা প্রেসক্লাবের সিঃ সহ- সভাপতি এস,এম জাহাঙ্গীর হাসান প্রস্তাব করেন যে, মহামান্য হাইকোর্ট বিভাগের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তালা প্রেসক্লাবের গঠিত কার্যনির্বাহী কমিটির মেয়াদ প্রেসক্লাবের সংবিধান অনুযায়ী ৩ বৎসর বর্ধিত করার প্রস্তব রাখেন।
উক্ত প্রস্তব টি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন যুগ্ম- সাধারন সম্পাদক এম,এ মান্নান, কোষাধ্যাক্ষ সৈয়দ জুনায়েদ আকবর, যুগ্ম- দপ্তর সম্পাদক এস,এম হাসান আলী বাচ্চু, প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন, সিঃ সদস্য শেখ আব্দুস সালাম, বি,এম বাবলুর রহমান, এস,এম জহর হাসান সাগর, মোঃ আব্দুল মজিদ, কাজী ইমদাদুল বারী জীবন, মোঃ লিটন হুসাইন, মোঃ আবজাল হোসেন, মোঃ বাহারুল ইসলাম মোড়ল,কাজী এনামুল হক বিপ্লব, শেখ ফয়সাল হোসেন, মোঃ আল- মাহবুব হুসাইন, মোঃ মেহেদী হাসান স্বাক্ষর, মোঃ সাইদুর রহমান আকাশ,মো: তপু শেখ, শ্রী পার্থ প্রতীপ মন্ডল।উক্ত সভায় তালা প্রেসক্লাবের সংখ্যা গরিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে নিন্মরুপ সিধান্ত গ্রহন করা হয়।
সভায় বিস্তারিত আলোচনান্তে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে তালা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী তালা প্রেসক্লাবের সকল সদস্যদের ঐক্য মতের ভিত্তিতে ১-৫-২০২৩ হইতে ৩০- ৪- ২০২৬ পর্যন্ত তিন বৎসর এর জন্য এস,এম নজরুল ইসলাম কে তালা প্রেসক্লাবের সভাপতি, এস,এম জাহাঙ্গীর হাসান কে সিঃ সহ- সভাপতি,শেখ জলিল আহমেদ কে সাধারন সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।