স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় জমি জায়গার সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনা ঘটেছে। ৩১ মার্চ শুক্রবার সকাল ১০টায় সদর উপজেলার মাটিয়াডাঙ্গা খেয়াঘাট চত্বরের পাশে এলাহীর চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মারপিটে আহত হন মাটিয়াডাঙ্গার হাবিবুর রহমান এর ছেলে সেলিম বিশ্বাস(৩৬) ও সেলিম বিশ্বাসের দুই চাচা ইদ্রিস আলী এবং ফজলু।
এ ঘটনায় ভুক্তভোগী সেলিম বিশ্বাস বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন। এজাহার সূত্রে জানা যায়, একই এলাকার কেরামত গাজীর ছেলে মোঃ কাশেম গাজী(৫৫), মোঃ আব্দুল কাদের(৪০), মোঃ আবুল হোসেনের ছেলে মো বিপ্লব(৩৫), কাসেম আলীর ছেলে আশরাফুল(২৫), মৃত ওয়াজেদ আলীর ছেলে মোঃ শহিদুল বিশ্বাস(৬০), শহিদুল বিশ্বাসের ছেলে মফিজুল বিশ্বাস(৩৫), মজিবুর রহমানের ছেলে মোঃ আখতারুল(৪০), মোঃ জিয়ার আলী(৩৫), আব্দুল কাদেরের ছেলে মোঃ মিম(২৫), জিন্নাত গাজীর ছেলে মহিম(৪৫), সাবান আলীর ছেলে মোঃ সোহাগ(৩০), শাহমত গাজীর ছেলে মোঃ মনি(৪০), মোছেলের ছেলে মোঃ বিপুল(৪০)।
উক্ত আসামিগণ এলাকায় চিহ্নিত সন্ত্রাসী দাঙ্গাবাজ ও লাঠিয়াল বাহিনী হিসেবে পরিচিত। তারা বিভিন্ন সময়ে লাঠি সোটা দিয়ে মানুষকে আক্রমণ করে থাকে এরা এতই দুর্দান্ত তাদের ভয়ে এলাকায় কেউ কিছু বলতে সাহস পায় না। জমি জায়গা নিয়ে গোলযোগ থাকায় উক্ত আসামিরা প্রায়ই ভুক্তভোগীকে হুমকি ধামকি দিয়ে আসছিল এরই ধারাবাহিকতায় শুক্রবার ৩১ মার্চ আনুঃ সকা ১০টার দিকে মাটিয়াডাঙ্গা খেয়াঘাট চত্বরের পাশে এলাহীর চায়ের দোকানে দলবদ্ধভাবে হাতে রড, জিআই পাইে, বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে ভুক্তভোগীকে বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
ভুক্তভোগী প্রতিবাদ করায় আবুল কাশেমের হুকুমে আসামীরা ভুক্তভোগীকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারপিট করে হাড়ভাঙ্গা জখম করে। এ সময় ভুক্তভোগীর চাচা মোঃ ইদ্রিস আলী (৪০) ও মোঃ ফজলু(৪৫) তাকে রক্ষার জন্য এগিয়ে আসলে তাদেরকেও লোহার রড বাঁশের লাঠি ও লোহার হাতুড়ি দিয়ে মেরে হাড়ভাঙা ও কাটা জখম করে। এসময় তারা নগদ ২৫ হাজার ৭’শ টাকা ছিনিয়ে নেয় এবং তিনটি মোটরসাইকেল ভাংচুর করে দেড় লাখ টাকার ক্ষতি করে। এসময় স্থানীয়রা চলে আসায় তারা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
জমি জায়গা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট, আহত তিন
এপ্রিল ১ ২০২৩