কলারোয়ায় ট্যালেন্টপুলে সানিয়া হাফিজ’র বৃত্তি লাভ


এপ্রিল ২ ২০২৩

Spread the love


কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সানিয়া হাফিজ। ২০২২ সালে কলারোয়া উপজেলার শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী থেকে সানিয়া হাফিজসহ তিন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। সানিয়া হাফিজ কৃতিত্বের সাথে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন। সানিয়া হাফিজ কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের পশ্চিম শাহাপুর গ্রামের এএসআই মোঃ হাফিজুর রহমান ও মিসেস জেসমিন আক্তার বেলী’র জেষ্ঠ কন্যা। সানিয়া হাফিজের দাদা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। সানিয়া হাফিজের পিতা এএসআই হাফিজুর রহমান বর্তমানে খুলনার দাকোপ থানায় কর্মরত রয়েছেন। এএসআই হাফিজুর রহমান সানিয়া হাফিজের সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের নিকট দোয়া ও আশির্বাদ কামনা করেছে।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন