নিজস্ব প্রতিনিধি : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) -এর সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থার বাস্তবায়নে “উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল মাছ চাষ প্রযুক্তি সম্প্রসারণ ও বাজার সংযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিমূলক উদ্যোগ প্রকল্পের” আওতায় দুই দিনব্যাপী “উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ” প্রশিক্ষণের প্রথম দিন সোমবার (২৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থার আশাশুনি উপজেলার শোভনালী এবং বুধহাটা ইউনিয়নের মোট ২৫ জন সদস্যকে শোভনালী উপ-প্রকল্প ইউনিটে এ আবাসিক প্রশিক্ষণ হচ্ছে।প্রশিক্ষণে প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার। দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিসুর রহমান।
Leave a Reply