আশাশুনির শোভনালীতে দুই দিনব্যাপী মাছ চাষ প্রশিক্ষণের উদ্বোধন


মার্চ ২৮ ২০২৩

Spread the love

নিজস্ব প্রতিনিধি : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) -এর সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থার বাস্তবায়নে “উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল মাছ চাষ প্রযুক্তি সম্প্রসারণ ও বাজার সংযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিমূলক উদ্যোগ প্রকল্পের” আওতায় দুই দিনব্যাপী “উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ” প্রশিক্ষণের প্রথম দিন সোমবার (২৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থার আশাশুনি উপজেলার শোভনালী এবং বুধহাটা ইউনিয়নের মোট ২৫ জন সদস্যকে শোভনালী উপ-প্রকল্প ইউনিটে এ আবাসিক প্রশিক্ষণ হচ্ছে।প্রশিক্ষণে প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার। দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিসুর রহমান।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন