রিজাউল করিম: গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল,তেল,আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দদলীয় নিরপেক্ষ তত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পূনরুদ্ধার, দেশনেন্ত্রী বেগম খালেদা জিয়া ও সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে ৪টায় জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরা সংগীতা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাতক্ষীরা জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ¦ আব্দুর রউফ এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী সদস্য কাজী আলাউদ্দীন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী সদস্য ডা: শহিদুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম মৃণাল কান্তি রায় জেলা ছাত্রদলে সভাপতি শরিফুজ্জামান সজিবসহ পৌর বিএনপি, থানা বিএনপি, বিভিন্ন উপজেলা বিএনপির নের্তীবৃন্দ।
এসময় বক্তারা গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল,তেল,আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দদলীয় নিরপেক্ষ তত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পূনরুদ্ধার, দেশনেন্ত্রী বেগম খালেদা জিয়া ও সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবি জানান।
Leave a Reply