শ্যামনগরে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন


মার্চ ১১ ২০২৩

Spread the love


শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগর উপজেলা সদরের ইমারত নির্মান শ্রমিকদের আয়োজনে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন গড়ার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত শ্রমিকদের মতামতের ভিত্তিতে শ্যামনগর উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় শ্যামনগর কাঁচা বাজার চত্ত্বরে এসএম সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৫৭ জন শ্রমিকের উপস্থিতিতে এমএ হাসান ও মিজানুর রহমানের সঞ্চালনায় দীর্ঘ সময় আলোচনার পর সকলের মতামতের ভিত্তিতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক শেখ ফারুক হোসেন। যুগ্ম আহবায়ক শেখ মোঃ রবিউল ইসলাম ও রবীন্দ্রনাথ ঘোষ। কমিটির উপদেষ্টাগণ হলেন- স.ম আব্দুস সাত্তার, এসএম সাইফুল ইসলাম, শেখ আব্দুস সালাম, এ্যাড.ফয়াদ হাবিব টিটন, মনিরুজ্জামান মুকুল ও নুরুজ্জামান টুটুল। পরবর্তীতে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন