রোজার মাসে রেশমিং ব্যাবস্থা চালু না করায় জাসদ সাতক্ষীরা জেলা শাখার ক্ষােভ


মার্চ ২৭ ২০২৩

Spread the love

পয়লা রোজা।সকালে ওবিকালে দু,বার সাতক্ষীরা বড় বাজারে ঘুরলাম।সকালে রাস্তাফাকা।বিকালে কেনাকটার ভিড়।জিনিসের মূল্য আগুন সমান।রোজার মাসে দ্রব্য মূল্য অস্বাভাবিক। সরকার চরম ভাবে ব্যার্থ। রোজার মাসে গ্রামেগ্রামে রেশনিং ব্যাবস্থা চালু করা উচিৎ ছিলো। সন্ধায় কষ্ট নিয়ে পার্টি অফিসে ইফতার করে ছি মুড়ি দিয়ে। প্রখ্যাত কবি সৌহার্দ্য সিরাজ, বাংলাদেশ জাসদ নেতা আশরাফ সরদার, আমি মোঃ ইদ্রিস আলী অফিসে বসে সমসাময়িক বিষয় নিয়ে অনেক আলোচনা হল।কবি অনেক গুলো কবিতা আবৃত্তি করলেন।আশরাফ বাজার সিন্ডিকেট নিয়ে কথা বললেন।আমি সরকারের বর্তমান সরকারের এমপি দের মোড়ে ইফতার বিতরণ নিয়ে বললাম। বিকালে বাইরে বের হয়ে লাবণী মোড়ে দেখলাম হঠাৎ কুচকুচে কালো একটি গাড়ী থেকে বেরিয়ে সদরের এমপি মীর মোস্তাক আহম্মেদ রবি কয়েক প্যাকেট খাবার বিতরণ করলেন।আবার দেখলাম খুলনারোড মোড়ে কয়েক প্যাকেট খাদ্য বিতরণ।প্রথমে ভালো লাগল।কিন্তু বাজার মুল্যনিয়ে যখন মনেহল, তখন বেশ কষ্ট পাচ্ছিলাম।যে মননিয়ে ইফতার বিতরণ করলেন এমপি সাহেব,সেই মননিয়ে একটু বাজার মনিটরিং করলে,সংসদে রেশনিং নিয়ে কথা বললে জনগনের এমপি মনে হত।মানুষের এধরণের কষ্ট নিয়ে জনপ্রতিনিধিদের দের প্রহসণ না করা ভালো। বাংলাদেশ জাসদ , সাতক্ষীরা জেলা সাতক্ষীরা বাসীকে লুটপাট দুর্নীতিরবিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন