প্রেস বিজ্ঞপ্তি : বুধবার দিনব্যাপী সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘর এ সনাক সাতক্ষীরা’র ইয়েস সদস্যদের অংশগ্রহণে ‘টিআই-টিআইবি ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন’ শীর্ষক অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অরিয়েন্টেশনে ইয়েস সদস্যবৃন্দ টিআই-টিআইবি ও সনাক, স্বেচ্ছাসেবী দুর্নীতিবিরোধী আন্দোলন, টিআইবি’র বর্তমান প্যাকটা প্রকল্প, ইয়েস অপারেশন গাইডলাইন, টিআইবি’র নৈতিক আচরণবিধি ইত্যাদি বিষয়ে ধারনা লাভ করেন।
সনাক সভাপতি পবিত্র মোহন দাশ সকাল সাড়ে ৯:০০টায় অরিয়েন্টেশনের উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, অরিয়েন্টেশনে সহায়তাকারি হিসেবে ছিলেন টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই মো. ফিরোজ উদ্দীন ও এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম। সনাক এর ইয়েস বিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. অলিউর রহমান ইয়েস সদস্যদেরকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে অরিয়েন্টেশনে সমাপনী ঘোষণা করেন।