কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টায় কলারোয়া কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে¢ পুষ্পমাল্য অর্পন করে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির নব-নির্বাচিত সভাপতি, জেলা পরিষদে বারবার নির্বাচিত সদস্য ও উপজেলা আ’লীগের সহ.সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন-কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ কুমার রায়, কৃষক লীগ নেতা আমানুল্যাহ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ.সভাপতি সাংবাদিক জাকির হোসেন প্রমুখ। কমিউনিটি পুলিশিং কমিটির নব-নির্বাচিত সভাপতি শেখ আমজাদ হোসেন মহান স্বাধীনতা দিবসে সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের পরিবারকে সম্মান জানিয়ে দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।
কলারোয়ায় পুলিশিং ফোরামের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মার্চ ২৮ ২০২৩