আশাশুনিতে শেখ মুজিবুর রহমানের জন্মদিন, গণহত্যা ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা


মার্চ ৯ ২০২৩

Spread the love


আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপা রানি সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস মোসলেমা খাতুন মিলি, মেডিকেল অফিসার ডা. প্রসূন কুমার মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল ইসলাম, ওসি’র প্রতিনিধি এস আই আবু হানিফ, শোভনালী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক প্রমুখ। সভায় ১৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জন্মদিনের কেক কাটা, মসজিদ মন্দির ও গীর্জায় দোয়া ও প্রার্থনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়া জাতির পিতার ৭ মার্চের ভাষণ পরিবেশন করা। ২৫ মার্চ সরকারি-বেসরকারি ভবন ও স্থাপনায় আলোকসজ্জা থেকে বিরত থাকা, ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহিত হয়।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন