আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে নাশকতার পরিকল্পনা কালে বিএনপি’র ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, সোমবার গভীর রাতে এসআই আবু হানিফ, গাজী নুর নবী, নূর হোসেন, আব্বাছ সঙ্গীয় ফোর্সের সহা়য়তায় বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা ফকির বাডড় হাইস্কুল মাঠে নাশকতা পরিকল্পনা কালে ৩টি ককটেল এবং ককটেল বিস্ফোরিত অংশ দা ও লাঠিসহ ৮ জনকে হাতে হাতে গ্রেফতার করা হয়। তবে আরো অনেকেই পালিয়ে গেছে বলে জানান তিনি। আটককৃতরা হলেন আশাশুনি সদরের মৃত আব্দুল মাজেদ সরদারের ছেলে শরিফুল ইসলাম (টোকন) (৪০), মৃত নবাব আলী সরদার ছেলে রবিউল আওয়াল সরদার (ছোট) (৪৮), খালিদ হোসেন সরদারের ছেলে স, ম আখতারুজ্জামান (৩২), লাঙ্গলদাড়িয়া গ্রামের মৃত ওমর মল্লিক এর ছেলে আব্দুল মালেক মল্লিক (৫২), বকচর গ্রামের মৃত লোকমান সরদারের ছেলে আলামিন ইসলাম (৩৫), মহিষকুড় গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্যার ছেলে আক্তার হোসেন মোল্যা (৪৮), বড়দল গ্রামের মৃত আব্দুস সাত্তার সানার ছেলে লুৎফুল আলম (লতিফ) সানা (৪৩), গদাইপুর গ্রামের কেরামত মোল্যার ছেলে ও গো়য়ালডাঙ্গা গ্রামের আফজাল সরদারের বসবাসরত (জামাই) শরিফুল ইসলাম (শরীফ) (৩৮)কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই মহিতুর রহমান বাদী হয়ে ২০ জন আসামী ও অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামী করে থানা়য় (৩৩) ২৮/০৩ নং মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামীদের মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার ওসি।
আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-৮
মার্চ ২৯ ২০২৩