আশাশুনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম 


মার্চ ১৬ ২০২৩

Spread the love

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৩ ভাইয়ের ঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বুধবার সকালে আশাশুনি সদর ইউনিয়নে শ্রীকলস গ্রামের মৃত আফিল গাজীর ছেলে জয়নাল হোসেন, বিল্লাল হোসেন ও জাহাঙ্গীর হোসেনের বাড়ি অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত তিন ভাইয়ের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের কথা শুনেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর ঘর পুড়ে শেষ হয়ে যাওয়ায় তাদের শেষ আশ্রয়স্থল টুকু না থাকায় তারা মানবতার জীবনযাপন করছে। তখন তারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাফিজ এম এর কাছে বসধর নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারে কথা শুনে সহমর্মিতা প্রকাশ করেন এবং সেই সাথে নিজস্ব অর্থায়নে ঘর নির্মাণের ব্যবস্থা করে দেন। তাদের ছেলেমেয়েদের পোশাক পরিচ্ছদও কিনে দেন। তাদের সেনেটেশন ব্যবস্থা ও সুপ্রিয় পানি কোন ব্যবস্থা না থাকায় তিনি তাদের ল্যাট্রিন ও সুপ্রিয় পানির জন্য ট্যাংকি দেওয়ার ঘোষণা দেন। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম বলেন, আমি দীর্ঘদিন ধরে এই উপজেলার অবহেলিত অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমি যখনই শুনতে পাই কোন পরিবার অসহায় অবস্থায় দিন যাপন করছে আমি সেখানে চলে যায়। আমি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় অসহায় মানুষের পাশে থেকে তাদের সরকারি সুযোগ-সুবিধার পাশাপাশি ব্যক্তিগত ভাবেও আমি বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছি। তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আমি নিজস্ব অর্থায়নে ঘর নির্মাণ করে দিয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছি। শুধু তাই নয় ভবিষ্যতেও তাদের যেকোনো ধরনের সহযোগিতা করা হবে। এ বিষয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এর প্রতি আন্তরিকতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য গত (৯ মার্চ) বৃহস্পতিবার বৈদ্যুতিক শর্ট সার্কিটে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৩ ভাইয়ের ২টি বসত ঘর, ২টি রান্না ঘর ও ১ টি বাথরুম অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়। এতে তাদের লক্ষাধিক টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে যায়।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন