শ্যামনগর উপজেলা সমবায় সমিতির
বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত


ফেব্রুয়ারি ১৪ ২০২৩

Spread the love


শ্যামনগর ব্যুরো ঃ “সমবায় শক্তি, সমবায়ই মুক্তি, বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন”- এ শ্লোগানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, শ্যামনগর, সাতক্ষীরা এর আয়োজনে শ্যামনগর উপজেলা সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। ১৩ ফেব্রুয়ারী সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা অডিটরিয়ামে বার্ষিক সাধারন সভায় শ্যামনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আশরাফুল হাসানের সভাপতিত্বে ও ইউসিসিএর সদস্য কেএম আশরাফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সাবেক অধ্যক্ষ ওসমান গণি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, সাতক্ষীরা জেলা উপ-পরিদর্শক আবু আফজাল মোঃ সালেহ্, জেলা সমবায় কর্মকর্তা এফএম সেলিম আক্তার প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ, সমবায় সমিতির সকল কর্মচারী ও উপজেলা ব্যাপী সকল সমবায়ীগণ উপস্থিত ছিলেন। বক্তব্য পর্বের পর সফল সমবায়ীদেরকে পুরষ্কৃত করা হয়।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন