বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক


ফেব্রুয়ারি ১৪ ২০২৩

Spread the love


নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের রেজিস্ট্রি পাড়া সংলগ্ন সমিতির অফিসে সাউথ-ইষ্ট ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার সহযোগিতায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রব ওয়ারছী’র সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য সাউথ-ইষ্ট ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার ম্যানেজার মো. খালিদ ইমরান, এসও শেখ আরিফুজ্জামান, টিএও মো. ইমরান হোসেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দীন আহমেদ, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক ডা. একেএম আব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ মো. আব্দুস সাত্তার, নির্বাহী সদস্য খান মো. সুজায়েত আলী, কাজী আমজাদ বারী, অমল কুমার মিত্র, মো. আব্দুস সাত্তার, মো. সিরাজুল ইসলাম, মেঘনাথ সাহা, কাজী আরিফুর রহিম, কেএম আমিরুজ্জামান, রায় দুলাল চন্দ্র, মো. আজিজুর রহমান, ও নাজিরা বেগম প্রমুখ। এসময় সাউথ-ইষ্ট ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার পক্ষ থেকে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সকল সদস্যকে ডায়েরী ও ক্যালেন্ডার প্রদান করা হয়। এসময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন