নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করণে তালায় টিউবওয়েল বিতরণ


ফেব্রুয়ারি ১৪ ২০২৩

Spread the love

নিজস্ব প্রতিনিধি :
প্রত্যান্ত অঞ্চলের মানুষের নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতের লক্ষে সাতক্ষীরার তালায় ২০ টি পরিবারের মধ্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
রোববার বেলা ২টায় গ্লোবাল ওয়ান বাংলাদেশের আয়োজনে গভীর নলকূপ স্থাপন প্রকল্পের আওতায় টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্লোবাল ওয়ান বাংলাদেশের ফিল্ড অফিসের প্রজেক্ট অফিসার মোস্তাফিজুর রহমান, ইউপি সচিবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্লাবাল ওয়ান বাংলাদেশ ২০১৪ সাল থেকে দেশের বিভিন্ন স্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।তারই ধারাবাহিকতায় প্রত্যান্ত অঞ্চলের মানুষের নিরাপদ পানি ব্যবস্থা নিশ্চিত করতে গভীর নলকূপ স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে এ প্রকল্প বাস্তবায়িত হবে।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন