বিনোদন ডেস্ক: পরীমণি বাংলাদেশের অন্যতম চর্চিত নায়িকা। ছেলেকে ঘিরেই এখন তাঁর জীবন। এক দিকে সারা বিশ্ব ভালবাসার সপ্তাহ উদ্যাপনে ব্যস্ত। কিন্তু তিনি অবশ্য ব্যস্ত ছেলের জন্য। বাংলাদেশের অন্যতম চর্চিত অভিনেত্রী পরীমণি। ছেলে রাজ্য আর স্বামী শরিফুল রাজকে নিয়ে তাঁর সুখের সংসার। ছেলেকে নিয়েই সারাক্ষণ কেটে যায় তাঁর। পরীমণি বলেন, “বাবুকে নিয়েই সময় কাটে এখন আমার। দুপুরে বাবু ঘুমোলে নিজের কাজগুলো সারি। তার পর ও ঘুম থেকে উঠে পড়লে আবার ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। গত শনিবার তো ছ’মাস বয়স হল রাজ্যর।” ছ’মাস বয়স হল পরী আর রাজের ছেলের। সেই উপলক্ষেই সেজে উঠল তাঁদের বাড়ি। ভালবাসার সপ্তাহে ভালবাসার মানুষদের নিয়ে লাল রঙেই উদ্যাপন হল রাজ্যর ছ’মাসের জন্মদিন। মা, ছেলের পোশাকে ছিল রংমিলন্তি। চারিদিক সাজানো লাল বেলুনে। আর সামনে রাখা হরেক স্বাদের কেক। পরীমণি লেখেন, “আমাদের ছেলের ছয় মাস পূর্ণ হল আলহামদুলিল্লাহ
ছ’মাস পূর্ণ করল পরীমণির ছেলে রাজ্য
ফেব্রুয়ারি ১৪ ২০২৩