বার-বেঞ্চ সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ আইনজীবী নেতৃবৃন্দের
ন্যাশনাল ডেস্ক : আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের বর্ধিত সভায় আইনজীবী নেতৃবৃন্দ বার ও বেঞ্চের সুসম্পর্কের ওপর গুরুত্বারোপ করেছেন।
বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত বর্ধিত সভায় দেশের বিভিন্ন জেলার আইনজীবী সমিতির (বার) নেতারা তাদের মতামত তুলে ধরেন। গতকাল শনিবার অনুষ্ঠিত সভায় দেশের ৬৪ জেলা বারের সভাপতি ও সম্পাদক, সাধারণ সম্পাদকগণ অংশ নেন।
তারা বলেন, দেশের বিভিন্ন জেলায় একের পর এক বার ও বেঞ্চের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটছে। কেন এ ধরনের ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখতে হবে। বার ও বেঞ্চের মধ্যে সম্পর্কের যে অবনতি তার উন্নতিতে আইনজীবীদের অভিভাবক হিসেবে বার কাউন্সিলকে ভূমিকা রাখতে হবে।
বার কাউন্সিলের চেয়ারম্যান এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, বার ও বেঞ্চ একে-অপরের পরিপূরক। যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে সবাইকে সচেষ্ট থাকতে হবে। বিচারাঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীকে অবহিত করুন। কিন্তু, আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।
বর্ধিত সভায় আইনজীবীদের বেনোভোলেন্ট ফান্ডসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এতে বক্তৃতা করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, বার কাউন্সিল সদস্য এডভোকেট মো. মোখলেসুর রহমান বাদল, সিনিয়র এডভোকেট সাঈদ আহমেদ রাজা, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।