পেলেকে নিয়ে ছেলে-মেয়ের আবেগঘন পোস্ট


ডিসেম্বর ২৫ ২০২২

Spread the love

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে নিয়ে তার ছেলে এডিনহো এবং মেয়ে কেলি ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করেছেন। ক্যানসার আক্রান্ত ৮২ বছর বয়সী বাবার হাত ধরে তোলা ছবি পোস্ট করে এডিনহো ক্যাপশনে লিখেছেন, ‘বাবা… আমার শক্তি তোমারই।’

ক্যানসারের পাশাপাশি পেলে কিডনি ও হার্টের সমস্যায় ভুগছেন। তিনি এখন ব্রাজিলের সাও পাওলোতে চিকিৎসাধীন।

শনিবার পেলের ছেলে এডিনহো তাকে দেখতে মেডিকেল সেন্টারে যান। সেখানে আগে থেকেই তার বোন ফ্লাভিয়া ও কেলি উপস্থিত ছিলেন। পেলের সঙ্গে দেখা করে এডিনহো বাবার হাত ধরে রাখা ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন। খবর- আল-জাজিরা। 

সাবেক গোলরক্ষক এডিনহো সম্প্রতি পারানায় অবস্থিত সেরি বি ফুটবল ক্লাব লন্ডরিনার কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি স্থানীয় সংবাদমাধ্যম দৈনিক এস্তাদাওকে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি বাবার পাশে থাকতে চাই। পাশাপাশি আমার মিশনের প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ। আমিতো ডাক্তার নই, বাবার এই অবস্থায় খুব বেশি সাহায্য করার ক্ষমতা আমার নেই।’ 

এদিকে, এডিনহো ছবি পোস্ট করার দিনে বোন কেলিও ছবি পোস্ট করেছেন। হাসপাতালে বাবাকে আলিঙ্গন করে তোলা ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আরও একরাতে একসঙ্গে।’

হাসপাতালে বাবাকে আলিঙ্গন করে তোলা ছবির ক্যাপশনে কেলি লিখেছেন, ‘আরও একরাতে একসঙ্গে।’

কেলি হাসপাতালে তোলা আরও একটি ছবি পোস্ট করেন। তাতে পেলের স্ত্রী মার্সিয়া আওকিসহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন। তবে পেলেকে দেখা যায়নি।

কেলি লিখেছেন, ‘একসঙ্গে আমরা প্রায় সবাই। শুভ বড়দিন। কৃতজ্ঞতা, ভালোবাসা, সম্মিলন, পরিবার- এটাই বড়দিনের সারমর্ম। আপনাদের পাঠানো সমস্ত ভালোবাসা ও আলোর জন্য ধন্যবাদ জানাই।’

লম্বা সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন পেলে। গত বছরের সেপ্টেম্বরে ৮২ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তির শরীর থেকে টিউমার অপসারণ করা হয়। তবে এতে তাঁর শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। চলতি বছরই একাধিকবার হাসপাতালে ভর্তি হন তিনবারের বিশ্বকাপজয়ী এই তারকা। ক্যানসারের সঙ্গে লড়তে থাকা পেলেকে গত ১ ডিসেম্বর আবারও হাসপাতালে ভর্তি করা হয়। 

গত বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোলন ক্যানসারে আক্রান্ত পেলের শারীরিক অবস্থার ‘অগ্রগতি’ দেখা যাচ্ছে। তবে তার ‘কিডনি ও হার্টের আরও ব্যাপক যত্ন প্রয়োজন’।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন