ওয়েভ ফাউন্ডেশন এর উদ্যোগে এ্যাডভোকেসি সভা


জুন ১২ ২০২২


  আহসান উল্লাহ কলারোয়া প্রতিনিধি 
সাতক্ষীরা শহরস্থ কাটিয়া মাষ্টারপাড়া মোড়ে নাগরিক উদ্যোগ প্রকল্প অফিসে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে “এ্যাডভোকেসি  নেটওয়ার্ক ও সিভিল সোসাইটি অরগানাইজেশান ত্রিমাসিক সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়। বিভাগীয় ফ্যাসিলিটেটর মোঃ জহির উদ্দীন এর পরিচালনায়  সাতক্ষীরা সনাক এর সভাপতি পবিত্র কুমার দাশের সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডঃ ড. দীলিপ কুমার দেব (ব্লাষ্টার),  কলারোয়া উপজেলা কমিটির সভাপতি এ্যাডঃ শেখ কামাল রেজা, শেখ শাহাজাহান আলী শাহিন, বিশ্বজিৎ দাস (তালা), দলিত সম্প্রদায়ের দুলাল ( কালিগঞ্জ), সঞ্জয় সরকার ( দেবহাটা), আদিবাসী প্রতিনিধি শেখ আফজাল হোসেন,( সদর উপজেলা), জুলফিকার রায়হান (তালা), শেখ আবুল কামাল  ( সদর উপজেলা) জয়ন্তী দাস, ইসলাম কাটি ইউ,পি সদস্য জয়ন্তী।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন