কবিগুরুর জন্মবার্ষিক : নোবেলজয়ী রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার্ঘ্য ‘দ্য নোবেল প্রাইজ’- এর!


মে ৮ ২০২২

Sritama Mitra :

  • ,’দ্য নোবেল প্রাইজ’ কর্তৃপক্ষ আজকের দিনটি রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষ্যে উদযাপন করছে।

ক্যালেন্ডারে মে মাস পড়লেই, বাঙালি অপেক্ষা করে থাকে দুই প্রবাদপ্রতীম কিংবদন্তীর জন্মোৎসব পালনের জন্য। ২ রা মে সত্যজিৎ রায়ের জন্মদিনের পরই আসে ৭ মে। ক্যালেন্ডারের দিন অনুযায়ী ১৮৬১ সালের ৭ মে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর সেই উপলক্ষ্যে ৭ মে বিশ্বজুড়ে তাঁর জন্মবার্ষিকীতে চলছে রবি-বন্দনা। তবে বাঙালির কাছে কবিগুরুর জন্মদিন মানেই ২৫ শে বৈশাখ। সেই দিকনেই ‘রবীন্দ্রজয়ন্তী’ হিসাবে পালন করে আপামর বাঙালি।

ভারতের প্রথম নোবেলজয়ী, তথা ইউরোপের বাইরের কোনও দেশের নাগরিক হিসাবে প্রথম নোবেল পুরষ্কারের সম্মান পেয়েছিলেন রবীন্দ্রনাথ। আর সেই নোবেলজয়ীর স্মরণে এদিন ‘দ্য নোবেল প্রাইজ’এর তরফে জানানো হয়েছে শ্রদ্ধার্ঘ। এক টুইটে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষ্যে জানানো হয়,’দ্য নোবেল প্রাইজ’ কর্তৃপক্ষ আজকের দিনটি রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষ্যে উদযাপন করছে। এদিকে বাংলার বুকে কার্যত আজ থেকেই সাজো সাজো রব ২৫ শে বৈশাখ ঘিরে। যেদিন জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন মেতে ওঠে কবির বন্দনায়। তাঁর সাহিত্যদর্শন যুগ যুগ ধরে মানুষকে ছুঁয়ে গিয়েছে, যার রেশ চিরন্তন। আর এমন এক ব্যক্তিত্ব কার্যত বাঙালি জীবনের মহীরুহ হয়ে উঠেছেন। আর তাঁর স্মরণে আজ দিনভর ৭ মে-র তারিখকে উপলক্ষ্য় করে চলছে উদযাপনের পালা।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন