তিস্তায় যেকোনও প্রকল্প করার অধিকার আছে বাংলাদেশের


মে ১০ ২০২১

Spread the love


ন্যাশনাল ডেস্ক: ভারতের সঙ্গে পানি বণ্টন নিয়ে জটিলতা থাকলেও তিস্তা নদীতে যেকোনও ধরনের প্রকল্প নেওয়ার অধিকার বাংলাদেশের আছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
সোমবার (১০ মে) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত ‘ডিক্যাব টকে’ তিনি বলেন, তিস্তা নদীর ক্ষেত্রে পূর্ণ প্রস্তাব পেলে চীন অবশ্যই এটি দৃঢ়ভাবে বিবেচনা করবে।
তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে আমরা তিস্তা নদীর বিষয়ে একটি প্রস্তাব পেয়েছি কিন্তু এই প্রকল্পের কোনও ফিজিবিলিটি স্টাডি করা হয়নি। এই স্টাডি বাংলাদেশ, চীন বা তৃতীয় কোনও পক্ষ করতে পারে। এই স্টাডি করার পরে প্রস্তাবটি বিবেচনা করা হবে বলে তিনি জানান।

ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে জটিলতা আছে জানিয়ে তিনি বলেন, এ ধরনের প্রকল্প উজান দেশে করা হলে সমস্যা তৈরি হতে পারে কারণ এটি পানি প্রবাহকে প্রভাবিত করে কিন্তু ভাটির দেশে এটি কোনও সমস্যা তৈরি করবে না।
ব্রহ্মপুত্র নদীতে চীনের বাঁধ দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি প্রশ্নটি এড়িয়ে যান। উল্লেখ্য উজানের দেশ চীন ওই নদীতে বড় আকারের বাধ দেওয়ার কাজ করছে।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন