নিজস্ব প্রতিনিধি: দেশ ব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদরের ঘোনা বাজারে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৮ জুলাই) বিকাল ৫টায় ঘোনা বাজারে ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা এলজিইডি’র প্রধান নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্র সরকার, সদর উজেলা প্রকৌশলী মো. সফিউল আজম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামীলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু ও নির্মাণ কাজের ঠিকাদার মো. আব্দুল হাকিম প্রমুখ। দেশ ব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডির বাস্তবায়নে সদরের ঘোনা ইউনিয়নের ঘোনা বাজারে ২ কোটি ৭৯ লক্ষ ২৬ হাজার ৫শ’ ১৮ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট দুইতলা ভবন নির্মাণ করা হচ্ছে। ঘোনা বাজারে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় ও স্থানীয় জনপ্রতিনিধি এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।