1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
৯ চৈত্র, ১৪৩১
Latest Posts
📰সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত📰ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রশিবিরে বিক্ষোভ মিছিল📰আ’লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না : জামায়াত আমির📰আ. লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে : হাসনাত📰আপনারা সবাই রাস্তাঘাটে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন – আশাশুনি থানার ওসি নোমান হোসেন📰সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট ওন ও ইফতার মাহফিল📰সাংবাদিকদের সম্মানে সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল📰জুলাই অভ্যুত্থানে আহতদের সহায়তায় ২০ লাখ ইউরো দেবে ইইউ📰সাতক্ষীরায় মারপিটে আহত ছাত্রদল নেতার মৃত্যু📰হামজাকে নিয়ে লিখলেন এবার মাশরাফি

আমেরিকায় মৃত্যুসংখ্যা ৪৫ হাজার ছাড়াল, বিশ্বে করোনা আক্রান্ত প্রায় ২৬ লক্ষ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ১৯৩ সংবাদটি পড়া হয়েছে

আর্ন্তজাতিক ডেক্স : করোনার প্রকোপ সামাল দিতে বৃহস্পতিবার থেকে মানবদেহে সম্ভাব্য কোভিড-১৯ টিকা পরীক্ষা করে দেখতে চলেছে ব্রিটেন। ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের বিজ্ঞানীরা এই টিকা তৈরি করেছেন। তাতে করোনা নির্মূল হওয়ার ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে বলে দাবি তাঁদের। তাই পরীক্ষার আগেই কয়েক লক্ষ টিকা তৈরি করে করে রাখার পরিকল্পনা করে ফেলেছেন বিজ্ঞানীরা, যাতে পরীক্ষা সফল হলেই চাহিদা মতো টিকার জোগান দেওয়া যায়।

যদিও এ নিয়ে এখনই নিশ্চিত ভাবে কিছু বলতে চাইছে না ব্রিটিশ প্রশাসন। বরং পরীক্ষার ফলাফল দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সে দেশের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যাঙ্কক। তিনি বলেন, ‘‘টিকাকরণের মাধ্যমেই করোনাভাইরাস নির্মূল করা সম্ভব। কিন্তু এটা নতুন  একটা রোগ। এখনই সুনিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। তবে একটা কথা বলতে পারি, করোনার টিকা তৈরি করতে প্রয়োজন পড়লে যা আছে সর্বস্ব দিয়ে দেব আমরা।’’

বুধবার দুপুর পর্যন্ত ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে ১ লক্ষ ৩০ হাজার ১৮৪-তে। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ১৭ হাজার ৩৭৮ জন প্রাণ হারিয়েছেন। পরীক্ষা সফল হলে আক্রান্ত সকলের কাছে যাতে টিকা পৌঁছে দেওয়া যায়, তাঁদের সরকার সেই ব্যবস্থা করতে আলাপ-আলোচনা চালাচ্ছে বলেও জানান ম্যাট হ্যাঙ্কক। 

তবে ব্রিটেনের থেকে আমেরিকায় করোনার প্রভাব আরও ভয়ঙ্কর। এখনও পর্যন্ত ৪৫ হাজার ৭৫ জন প্রাণ হারিয়েছেন সেখানে। মঙ্গলবারই সেখানে ২ হাজার ৭৫০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে ৮ লক্ষ ২৬ হাজার ৩০৬-এ। পরিস্থিতি বিবেচনা করে আগামী দু’মাসের জন্য আমেরিকায় অভিবাসী প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনার প্রভাবে দেশের অর্থনীতিতে যে প্রভাব পড়তে চলেছে, তাতে দেশের একটা বড় অংশ কর্মহীন হয়ে পড়তে পারে, আগেভাগে তা আন্দাজ করেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

এ দিকে, স্পেনেও আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে। এ দিন দুপুর পর্যন্ত সেখানে ২১ হাজার ৭১৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮ হাজার ৩৮৯জন। ইটালিতে মৃত্যুসংখ্যা গিয়ে ঠেকেছে ২৪ হাজার ৬৪৮-এ। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজার ৯৫৭। সবমিলিয়ে গোটা বিশ্বে এখনও পর্যন্ত ২৫ লক্ষ ৭৮ হাজার ৯৩০ জন নোভেল করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৭৮ হাজার ৯৬ জন। সুত্র : আনন্দ বাজার পত্রিকা

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd