‘কাগজ আমরা দেখাব না’…এই মন্ত্র হাতিয়ার করে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সরব হলেন একাধিক বাঙালি শিল্পী। সেই ভিডিয়োয় প্রতিবাদ জানিয়েছেন সব্যসাচী চক্রবর্তী, ধৃতিমান চট্টোপাধ্যায়, কঙ্কণা সেনশর্মা, রূপম ইসলাম, তিলোত্তমা সোম, চিত্রাঙ্গদা চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, নন্দনা সেন, মনোরঞ্জন ব্যাপারি প্রমুখ। নতুন নাগরিকত্ব আইন সংসদে পাশ হওয়ার সঙ্গে সঙ্গে গোটা দেশে ছড়িয়ে পড়েছে ‘হম কাগজ় নেহি দিখায়েঙ্গে’। সেই বক্তব্যই বাংলায় ধ্বনিত হয়েছে এই শিল্পীদের কণ্ঠে। প্রতিবাদী-শিল্পী ও গীতিকার বরুণ গ্রোভারের লেখা এই কবিতায় সুরারোপ করে গান তৈরি করেছেন বাংলার সুরকার-জুটি ময়ূখ-মৈনাক।
‘হম কাগজ় নেহি দিখায়েঙ্গে’ গানটির সুরে রয়েছে ভোজপুরী লোকগানের মেজাজ। ‘‘হম জনগণমন ভি গায়েঙ্গে’ লাইনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের প্রতিবাদীরা জাতীয় সঙ্গীতকেও প্রতিবাদের হাতিয়ার হিসেবে গাইছেন। ওই অংশটি গেয়েছে ময়ূখের ১৭ বছরের পুত্র আজান,’’ বললেন মৈনাক। ময়ূখ-মৈনাক এবং তাঁদের পরিবার মিলেই গানটা রেকর্ড করেছিলেন বাড়িতে, যা এখন ছড়িয়ে পড়েছে গোটা দেশে। গানটি টুইট করেছেন বরুণ নিজেও। প্রতিবাদ একটু দেরিতেই শুরু করেছে বাংলার শিল্পীমহল। এখন যা ছড়িয়ে পড়ছে দ্রুত। তথ্য : আনন্দবাজার পত্রিকা