1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন
৬ কার্তিক, ১৪৩১
Latest Posts
📰ঘুষ, চাঁদাবাজি, প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে📰১৯ দিনে এলো ১৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স📰শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করেছি📰রাষ্ট্রপতির কোথায় থাকা দরকার, তা ছাত্রসমাজ নির্ধারণ করবে: সারজিস📰সাতক্ষীরায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক ও পিছিয়েপড়া নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ 📰ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্লাস্টিক বজ্যের বিনিময়ে গাছের চারা বিতরণ📰এইচপিভি টিকাদান কার্যক্রম বাস্তবায়নে জেলা তথ্য অফিসর অবহিতকরণ সভা📰সদর থানায় হামলা মামলার আসামী অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার📰এইচএসসির বৈষম্যহীন রেজাল্ট দাবিতে যশোর শিক্ষাবোর্ড ঘেরাও📰সাতক্ষীরায় গৃহবধূ ও যুবককে নির্যাতন : থানায় মামলা, স্বামীসহ আটক তিন

চলছে প্রাঙ্গণেমোর’র ‘দুই বাংলার নাট্যমেলা’

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ১১৮ সংবাদটি পড়া হয়েছে

শিল্পকলা একাডেমিতে চলছে নাটকের দল প্রাঙ্গণেমোর’র আয়োজনে ৯ দিনের নাট্য উৎসব। শুক্রবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে ‘দুই বাংলার নাট্যমেলা-২০১৯’ শিরোনামের এ উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।

এটি প্রাঙ্গণেমোর’র উৎসবের ১১তম আসর। এবারের উৎসবের স্লোগান ‘আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি’। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। আয়োজক নাট্যদলের অন্যতম প্রতিষ্ঠাতা নূনা আফরোজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ, পশ্চিমবঙ্গের নাট্যকর্মী প্রকাশ ভট্টাচার্য, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ প্রমুখ।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় গৌতম সরকার নির্দেশিত কলকাতার প্রাক্সিস নাট্যদলের নাটক ‘আর্ট’। প্রতিদিন সন্ধ্যা সাতায় নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর শেষ হবে নয় দিনের এই নাট্যোৎসব। ১৩ ডিসেম্বর প্রদান করা হবে ‘প্রাঙ্গণেমোর নাট্যযোদ্ধা সহযোদ্ধা সম্মাননা’। ব্যতিক্রমী এ সম্মাননায় ভূষিত হবেন নাট্যজন মামুনুর রশীদের স্ত্রী গওহর আরা চৌধুরী, মঞ্চসারথি আতাউর রহমানের স্ত্রী শাহিদা রহমান এবং ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকীর স্ত্রী কৃষ্টি হেফাজ। এছাড়াও ১৩ ডিসেম্বর সকাল ১০টায় ‘থিয়েটারের সংকট-দর্শক না ভালো নাটক’ শিরোনামে আয়োজন করা হয়েছে মুক্ত আলোচনার। এ বিষয়ে ধারণাপত্র পাঠ করবেন হাসান শাহরিয়ার এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন স্বপন রায়, মলয় ভৌমিক, আহমেদ ইকবাল হায়দার, রতন সিদ্দিকী, মোহাম্মদ আলী হায়দার, রহমান রাজু। মুক্ত আলোচনায় সঞ্চালক হিসেবে থাকবেন অনন্ত হিরা।

উৎসবে শনিবার মঞ্চস্থ হয় কলকাতার দল নান্দীপটের নাটক ‘আবৃত্ত’। নাটকটি নির্দেশনা দিয়েছেন প্রকাশ ভট্টাচার্য। রোববার (৯ ডিসেম্বর) প্রাঙ্গণেমোর মঞ্চস্থ করে অনন্ত হিরা নির্দেশিত নাটক ‘হাছনজানের রাজা’। আজ সোমবার প্রাচ্যনাট মঞ্চায়ন করবে তৌফিকুল ইসলাম ইমনের নির্দেশনায় নতুন নাটক ‘পুলসিরাত’। ১০ ডিসেম্বর কলকাতার রসিকতা মঞ্চস্থ করবে অভিজ্ঞান ভট্টাচার্য নির্দেশিত ‘জ্যান্ত হ্যামলেট’। ১১ ডিসেম্বর ফয়েজ জহিরের নির্দেশনায় বিবর্তন যশোর নিয়ে আসবে নাটক ‘কৈবর্তগাথা’। একইভাবে পরদিন আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করবে শাহ আলম দুলালের নির্দেশনায় আলোচিত নাটক ‘ময়ূরসিংহাসন’। ১৩ ডিসেম্বর লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী) মঞ্চায়ন করবে লিয়াকত আলী লাকী নির্দেশিত সাম্প্রতিক প্রযোজনা ‘আমরা তিনজন’।

উৎসবের সমাপনী দিনে দিল্লির দল গ্রিনরুম থিয়েটার প্রযোজিত ও অঞ্জন কাঞ্জিলাল নির্দেশিত নাটক ‘বিসমিল্লা’ মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হবে প্রাঙ্গণেমোর আয়োজিত এবারের ‘দুই বাংলার নাট্যমেলা ২০১৯’।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd