নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক গৃহবধূ মারা গেছেন। শনিবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফা খাতুন (৩৫) নামের ওই গৃহবধূ। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর গ্রামের মজনুর রহমানের স্ত্রী। তবে সাতক্ষীরা হাসপাতাল কর্তৃপক্ষ এটি ডেঙ্গু নয় বলে দাবি করেছেন। টানা ১০ দিন অল্প জ্বর এবং গত তিনদিন ধরে প্রচন্ড জ্বরে ভুগে সকাল ১০ টার দিকে তাকে ভর্তি করা হয় সদর হাসপাতালে। সেখানেই মারা যান তিনি। তার স্বজনরা জানান ডেঙ্গু পরিক্ষার জন্য তাদের কাছ থেকে ১২ শ’ টাকা নিয়েছে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।
তবে হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. মো. হাফিজুল্লাহ বলেন ‘শরিফা খাতুন প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। তার রক্তচাপও অস্বাভাবিকভাবে নেমে যায়। তার রক্তে ডেঙ্গুর জীবানু আছে কিনা তা পরিক্ষার আগেই মারা যান তিনি’।
হাসপাতাল সূত্র জানিয়েছে আজ পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট ১২২ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ভর্তি আছেন ৪৩ জন।
সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু
আগস্ট ১০ ২০১৯