সাতক্ষীরার বিশিষ্ট চিত্রশিল্পী জলিলের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক


আগস্ট ২০ ২০১৯

Spread the love

নিজস্ব প্রতিনিধি : গত ১৯ আগস্ট সোমবার দিবাগত রাত আড়াই টার দিকে ঈষিকার সত্ত্বাধিকারী ও সাতক্ষীরার চিত্রশিল্পী এম.এ জলিল সি.বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন।
সব্যসাচী আবৃত্তি সংসদ
চিত্রশিল্পী এম.এ জলিল এর অকাল মৃত্যুত গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, সব্যসাচী আবৃত্তি সংসদের সভাপতি হেনরী সরদার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছট্টু, সহ সংগঠনের অন্যান্য সভ্যবৃন্দ যথাক্রমে ভাষাবিদ কাজী মুহম্মদ অলিউল্লাহ, প্রাবন্ধিক আঃ হামিদ, কবির রায়হান, কবি শুভ্র আহমেদ, দিলরুবা, স.ম তুহিন, নাজমুল হাসান, আমিনুর রহমান কাজল, সৈয়দ একতেদার আলী, মিলি আফরোজা, নাজমুল হক পল্টু, আশুতোষ সরকার, সংগীত শিল্পী মনজুরুল হক এবং আবু আফফান রোজ বাবু।
জেলা শিল্পকলা একাডেমি
চিত্রশিল্পী এম.এ জলিল এর অকাল মৃত্যুত গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ বদিউজ্জামান, সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান রহমান, সদস্য সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরি, নেজারত ডেপুটি ক্যালেক্টর সজল মোল্ল্যা, সাইফুল করিম সাবু, শেখ নূরুল হক, শেখ নিজাম উদ্দীন, পল্টু বাসার, মনঞ্জুরুল হক, নাসরিন খান লিপি, আবু আফফান রোজ বাবু, ফারহাদিবা খান সাথী, শাহনেওয়ার পারভীন মিলি, বরুন ব্যানার্জী, শামিমা পারভীন রতœা, হেনরি সরদার, কালচারাল অফিসার সুজিতসাহা সাতক্ষীরার সাংস্কৃতিমনা সকল শিল্পী ও কলাকুশলী বৃন্দ।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি
বিশিষ্ঠ চিত্রশিল্পী এম এ জলিলের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম, সদস্য সচিব আবুল কালাম আজাদ ও যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলুসহ কমিটির সকলস্তরের নেতৃবৃন্দ। বিবৃতি বলা হয়েছে, এম এ জলিলের মত একজন সজ্জন ব্যক্তির মৃত্যুতে সাতক্ষীরার শিল্প সাহিত্য সাংস্কৃতিক চর্চার সাথে যুক্ত মানুষ শোকে মূহ্যমান। বিবৃতিকে বলা হয় এম এ জলিলের মৃত্যুতে সাতক্ষীরাবাসী একজন আলোকিত গুণী শিল্পীকে হারালো। তার মৃত্যুতে শিল্প সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো, যা সহসাই পূরণ হবার নয়। এদিকে মঙ্গলবার দুপুরে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এম এ জলিলের মরদেহ আনা হলে কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এম এ জলিল এর মৃত্যুতে সাতক্ষীরা সিকান্দার একাডেমি
সাতক্ষীরা শহরের অতিপরিচিত মুখ বিশিষ্ট চিত্রশিল্পী ‘ঈষিকা’ কমার্শিয়াল আর্টের স্বাত্তাধিকারী এম,এ জলিল মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছু দিন যাবত পেটের জটিল রোগসহ নানান শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ষাট বছর বয়সী এই কর্মমুখর মানুষটির জীবনে রয়েছে অনেক সমস্যা, যন্ত্রনা, সংগ্রাম ও ঘাত-প্রতিঘাতের মধ্যদিয়ে বেড়ে উঠার এক দৃষ্টান্তমূলক ঘটনাবহুল ইতিহাস। এম,এ জলিল অত্যন্ত বন্ধুভাজন, সহজ-সরল, উদার, স্বধীনচেতা, সৃজনশীল, ন¤্র-ভদ্র, বিণয়ী, ধৈর্যশীল ও চাপা স্বভাবের মানুষ ছিলেন। শান্তিপ্রিয় সাম্যবাদী এই মানুষটি জীবিকার সন্ধানে আর্টকে পেশা হিসেবে নিলেও মননের প্রয়োজনে তাকে আরোপ করেন বিনোদনী অবলম্বনের শৈল্পিক নেশায়। যে সত্তার বহি:প্রকাশ ঘটাতে সাতক্ষীরাতে একমাত্র তিনিই বেশ আড়ম্বরের সাথে তিন বার একক চিত্র প্রদর্শনীর আয়োজন করেন। আর এ কাজের স্বীকৃতি স্বরূপ একুশে পদক প্রাপ্ত জাতীয় চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীরের পরামর্শে সাতক্ষীরা সিকান্দার একাডেমি তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করে। পেয়েছেন জেলা শিল্পকলা একাডেমি পদক। মৃত্যুকালে তিনি স্ত্রী দুইপুত্র ও অসংখ্য প্রিয়ভাজন বন্ধু-বান্ধব, গুণগ্রাহী, শুভানুধ্যায়ী, হিতাকাঙ্খী সৃষ্টি করে গেছেন। তার মনরাজ্যে প্রবেশ ও আদর-কদরে সকল পথ-মত, বর্ণ, শ্রেণী-পেশার মানুষের ছিলো সমান সুযোগ। যাদের অবাধ সমাগম ও দীপ্ত পদচারনায় মুখরিত ছিলো, আছে ও থাকবে ঈর্ষিকা প্রাঙ্গণ। সব মিলিয়ে ঈষিকা যেন এ জনপদের কাঙ্খিত আনন্দযজ্ঞের এক নান্দনিক পাঠশালা। ঈষিকা আর এম,এ জলিল যেন সাতক্ষীরার এক অনন্য গর্বের অধ্যায়। আমরা এই সদ্যপ্রয়াত গুনীজনের আত্মার মাগফিরাত, শ্রদ্ধা এবং শোকার্ত পরিবারের প্রশান্তি কামনা করি।
সাতক্ষীরা চারুকলা এসোসিয়েশন
সাতক্ষীরা চারুকলা এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট চিত্রশিল্পী এম এ জলিল এর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা চারুকলা এসোসিয়েশনের সহ-সভাপতি হাসানুজ্জামান, কামরুজ্জামান খোকন, শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমির হামজা, সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম(আরিফ), দপ্তর সম্পাদক মহিবুল্লাহ, ক্রীড়া সম্পাদক খোকন, প্রচার সম্পাদক ঈসরাইল শেখ, সদস্য মোস্তফা, বাবু ,শহিদুল ইসলাম, মামুন প্রমুখ।
বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখা
বিশিষ্ট চিত্রশিল্পী এম এ জলিল এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সরদার কাজেম আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সদর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল, পৌর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর নাসির আহমেদ, সাধারণ সম্পাদক সরদার আশরাফ হোসেন, ছাত্রলীগ(বিসিএল) সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রমুখ।
বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) সাতক্ষীরা
সভাপতি আবু আফ্ফান রোজবাবু, সহসভাপতি তৃপ্তিমোহন মল্লিক, শুভ্র আহমেদ, সাধারণ সম্পাদক আমিনুর রশীদ, সায়েম ফেরদৌস মিতুল, শেখ সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর আলম, মাহামুদুর হাসান, সরদার গিয়াস উদ্দীন, বাবলু ভঞ্জ, সুকুমার দাশ বাচ্চু, স ম তুহিন, মোতাহার সরকার সাঁইজী, তহমিনা পারভীন লিলি, রূপা ঘোষ, তরুণ কুমার কর্মকার, মশিউর রহমান পলাশ, পূর্ণচন্দ্র সরকার, রুহুল আমিন ময়না।
মর্নিং সান প্রি ক্যাডেট স্কুল
সাতক্ষীরার প্রখ্যাত চিত্রশিল্পী ঈষিকার সত্বাধিকারী এম এ জলিল এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শেখ আমিনুর রহমান কাজলসহ স্কুলের সকল শিক্ষক, শিক্ষিকাবৃন্দ।
লিনেট ফাইন আর্টস একাডেমি
সভাপতি আবু আফ্ফান রোজবাবু, সহসভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সবুজ, মাসুমা গৌরী, শবনম রোজ পিয়া, শুভ সজীব কুন্ডু, প্রিয়া নন্দী, পূর্ণচন্দ্র সরকার, অনিষা রায়, সুস্মিতা সাহা, শবনম রোজ পিয়া, আইরিন পারভীন অন্না, সাকিবুল ইসলাম, শাহরিয়ার গাজী, আইরিন পারভীন অন্না, সুব্রত ভট্টাচার্য্য, দিলারা বেগম, নিয়াজ ওয়াহিদ জিমি, দীপা আহমেদ।
আজমল স্মৃতি সংসদ
সভাপতি দিলরুবা রোজ, সহসভাপতি ডাঃ মতিয়ার রহমান, আঞ্জু সুলতানা, আতিকুর রহমান রাজু, জসীম উদ্দীন খান, নুহাশ রোজ ধ্রুব, মাছুমা সুলতানা, মাহমুদুল হাসান প্রমুখ।
সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন
সাতক্ষীরার বিশিষ্ট চিত্রশিল্পী এম এ জলিল এর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মীর মোস্তফা আলী, সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইনসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
বিশ্বভরা প্রাণ, সাতক্ষীরা
সভাপতি আবু আফ্ফান রোজবাবু, সহসভাপতি শুভ্র আহমেদ, সাধারণ সম্পাদক সৌহার্দ সিরাজ, অজয় কুমার সাহা, মোঃ আব্দুল্লাহ, নাহিদা পারভীন পান্না, অমৃতা দত্ত, নয়ন কুমার, মনিরুল ইসলাম, শ্রেয়সী পুজা, তাসফিয়া, প্রান্তদেব, হৃদয় মন্ডল, তাহসিন, কেয়া ঢালি, কর্ণ, হিমেল, বাবলু ভঞ্জ, সায়েম মিতুল।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, সাতক্ষীরাঃ
সভাপতি আবু আফ্ফান রোজবাবু, সহসভাপতি তৃপ্তিমোহন মল্লিক, শহীদুর রহমান, নাসরীন খান লিপি, সাধারণ সম্পাদক শামীমা পারভীন রতœা, শেখ মোশফেকুর রহমান মিল্টন, কাজী মাসুদুল হক, নাহিদা পান্না, শহিদুল ইসলাম, শামীম পারভেজ, মনিরুজ্জামান ছট্টু, শরীফুল্লাহ কায়সার, নয়ন কুমার, পলটু বাসার, এড. আবুল কালাম আজাদ, মনজুরুল হক, শেখ আব্দুল ওয়াহেদ, শেখ সিদ্দিকুর রহমান, আলমগীর হোসেন, বরুণ ব্যানার্জী, আখতারুজ্জামান কাজল, দিলরুবা রোজ, শেখ আমিনুর রহমান কাজল, সায়েম ফেরদৌস মিতুল, মনিরুল ইসলাম।
সাতক্ষীরা প্রেসক্লাব
চিত্রশিল্পী এম এ জলিল এর মৃত্যুতে প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন গভীর শোক জ্ঞাপন করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবে সভাপতি অধ্যাপক আবু আহমেদে, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন, জি.এম আদম শফিউল্লাহ ও কৃষ্ণ মোহন ব্যানার্জীসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন