সাতক্ষীরায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন


জুলাই ২৩ ২০১৯

Spread the love


‘বৈষম্য নয় সামাজিক মর্যাদা হিজড়াদের পাপ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা সমাজসেবা কার্যালয়ে জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিস সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপহেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, সমাজসেবা প্রবেশন অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ। হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিন ব্যাপী প্রশিক্ষণে জেলার ৬০ জন হিজড়া অংশ নেয়। মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল প্রতিপাদ্য উপাস্থাপন করেন জেলা সমাজসেবা সহকারি পরিচালক মো. হারুন অর রশিদ।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন