‘বিশ্বভরা প্রাণ’ সাতক্ষীরা জেলা শাখার প্রথম সভা


জুলাই ৮ ২০১৯

Spread the love

‘বিশ্বভরা প্রাণ’ বাংলাদেশ- ভারত ও বিশ^মৈত্রী শিল্পী সংগঠন সাতক্ষীরা জেলা শাখার প্রথম সভা জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রিয় কমিটির সভাপতি জাহান বশির সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দের সাথে পরিচয় ও মতবিনিময় করেন।
সাতক্ষীরা জেলা শাখার সভাপতি কন্ঠশিল্পী রোজ বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহিত্যিক গাজী শাহজাহান সিরাজের উপস্থাপনায় সভায় বিভিন্ন আলাপচারিতায় অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন, সাহিত্যিক শুভ্র আহমেদ, দেশ টিভির জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, বাচিক শিল্পী দিলরুবা রুবী, কবি সায়েম ফেরদৌস মিতুল, নৃত্যশিল্প শিক্ষিকা নাহিদা পারভীন পান্না প্রমুখ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় সভাপতি সাতক্ষীরা জেলা শাখার সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মিষ্টান্ন বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন