সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটির পক্ষ থেকে মাত্র ১ দিনে ৭ ব্যাগ রক্ত প্রদান


জুন ১০ ২০১৯

Spread the love


নিজস্ব প্রতিবেদক :
সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটির পক্ষ থেকে অসহায় মুমূর্ষ রোগীদের বিনামূল্যে রক্ত প্রদান করা হয়েছে। গত দুইদিনে ৭জন মুমূর্ষ রোগীকে রক্ত প্রদান করা হয়েছে। এদের মধ্যে রক্তদাতা ইউসুফ দিয়েছেন বি পজেটিভ, আব্দুল কাদের বি পজেটিভ, আমিনুর এ পজেটিভ, নুর আলম ও পজেটিভ, আব্দুল গফফার ও পজেটিভ, জাহানুর এবি পজেটিভ, রাজু ও পজেটিভসহ মোট ৬ ব্যাগ রক্ত স্বেচ্ছায় প্রদান করেন। সংগঠনটি দীর্ঘদিন ধরে বিনামূল্যে অসহায় মুমূর্ষ রোগীদের রক্ত প্রদান করে যাচ্ছেন। জেলার প্রত্যান্ত অঞ্চলের বহু অসহায় মুমুর্ষ রোগী সংগঠন থেকে বিনামূল্যে রক্ত পেয়ে উপকৃত হচ্ছেন। এছাড়া ১০ জুন যশোরের বাগ আচড়ায় একজন মুমূর্ষ অপারেশনের রোগীকে ২ ব্যাগ রক্ত প্রদান করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। রক্ত প্রদান করার সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ডাঃ ইসরাইল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জেমস, মহিবুল্লাহ প্রমুখ।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন