আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরা প্রেসক্লাবে গত ৩০মে লাঠিসোটা, হকিস্টিক, লোহার রডসহ ঘন্টাব্যাপী শতাধিক সন্ত্রাসীর হামলায় প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদসহ সিনিয়র ১০ সাংবাদিক আহত হওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী ও এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় আশাশুনি উপজেলা সড়কের কৃষি ব্যাংকের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় রিপোর্টার্স ক্লাবের সদস্য এ্যাড. রাবিদ মাহমুদ চঞ্চল, উত্তম কুমার দাশ, এসএম শাহিন আলম, দৈনিক কালের চিত্রের স্টাফ রিপোর্টার গাজী ফরহাদ, দলিল লেখক সমিতির সদস্য আহসানউল্লাহ আছু বক্তব্য রাখেন। রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি সুব্রত দাশের পরিচালনায় এসময় সাংবাদিক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এম নুর আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলমিন হোসেন, সদস্য আবুল হাসান, বিএম আলাউদ্দীন, জ্বলেমিন হোসেন, মানিক চন্দ্র বাছাড়, আলিমুজ্জামান আলিম, শ্যামল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন
জুন ১০ ২০১৯