সাতক্ষীরা প্রেসক্লাবে স্থানীয় এমপির মদদে সন্ত্রাসীরা প্রকাশ্যে হামলা চালিয়েছে। এ সময় ক্লাবে সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদসহ ১০ সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে) নেতৃবৃন্দ।
এক যুক্ত বিবৃতিতে সংগঠনের সভাপতি শহিদ জয় ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান বলেছেন, গণমাধ্যমের কর্মীরা আজ চরম নিরাপত্তহীনতায় রয়েছে। ২৯ মে সাতক্ষীরা প্রেস ক্লাবের ভেতর ঢুকে প্রকাশ্যে সাংবাদিদের উপর নগ্ন হামলা তার বাস্তব চিত্র। এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আটক করে তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় সাংবাদিক সমাজ কঠিন আন্দোলনে রাজপথে নামতে বাধ্য হবে বলেও হুশিয়ারি দেন এ সাংবাদিক নেতারা। প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply