নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর উপজেলার গ্রাম পুলিশদের মাঝে সরকারি বরাদ্দকৃত পোশাক ও সরঞ্জামদি বিতরণ করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা ডিজিটাল কনফারেন্স রুমে এ পোশাক সরঞ্জামাদি বিতরন করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার দেবশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত পোশাক সরঞ্জামদি বিতরণ করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নকিবুল হাসান প্রমুখ।
সাতক্ষীরায় গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ
জুন ২৭ ২০১৯