স্টাফ রিপোর্টার: দৈনিক কাফেলার সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক প্রয়াত আব্দুল মোতালেবের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল কাফেলা ভবনে বিস্তারিত কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, মিলাদ, দোয়া অনুষ্ঠান, কোরান খানী ও মরহুমের মাজার জিয়ারত। বাদ আসর কাফেলা ভবনে মরহুমের জীবনের উপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা করেন প্রয়াত আব্দুল মোতালেবের বড় পুত্র দৈনিক কাফেলার ভারপ্রাপ্ত সম্পাদক ডা: এ.টি.এম রফিক (উজ্জ্বল), কুমিরা মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক নূর মোহাম্মদ পাড় প্রমুখ। মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মো: জিয়াউর রহমান জিয়া। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের জামাতা ও সাতক্ষীরা সিভিল সার্জন ডা: মো: রফিকুল ইসলাম, দৈনিক কাফেলার নির্বাহী সম্পাদক এ.টি.এম শফিক (উৎপল), সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের প্রাক্তন অধ্যক্ষ এ.কে.এম নাজিম উল্লাহ, কুমিরা মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফুন-আরা-জামান, অধ্যাপক মো: মহিউদ্দীন, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, এটিএন বাংলা ও সমকালের জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, মাছরাঙা টিভি ও আমাদের সময়ের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সমাজসেবক নারায়ন চন্দ্র মজুমদার, দৈনিক কাফেলার বার্তা সম্পাদক এম রফিক, চীফ রিপোর্টার এম ঈদুজ্জামান ইদ্রিস, স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম, ছফুরননেছা মহিলা কলেজের প্রভাষক শফি কামাল, সিভিল সার্জন অফিসের প্রধান সহকারি আশিক নেওয়াজ, অধ্যক্ষ আল মাহমুদ রিটু, সাংবাদিক সাগর প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল ১১টায় ৩০ মিনিটে রসুলপুরস্থ সরকারি গোরস্থানে কাফেলা পরিবারের পক্ষ থেকে মরহুমের মাজার জিয়ারত করা হয়। পরে কাফেলা ভবনে কোরানখানি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য কাফেলা সম্পাদক মো: আব্দুল মোতালেব ২০০২ সালে ২ জুন ঢাকা শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
Leave a Reply