কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
কালিগঞ্জের তারালী মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পুর্তিতে রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন) সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে সুবর্ণ জয়ন্তীর সুচনা হয়। র্যালীটি স্কুলের মাঠ থেকে বাহির হয়ে তারালী বাজার মোড় পপ্রদক্ষীন করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা। তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র তারালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র আই সি ডি ডি আর বি”র গবেষক ড.শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র নোয়াখালী উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, ঝিনাইদহা সরকারী কেসি কলেজের প্রভাষক শেখ আনোয়ারুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, বগুড়া জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান সোহাগ, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, প্রাক্তন ছাত্রী, শিক্ষিকা শাহিনা আক্তার চায়না, প্রাক্তন ছাত্রী রেহেনা সিদ্দিকা প্রমুখ। অনুষ্ঠানে ঊপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছামসুর রহমান, নলতা হাইস্কুলের প্রধান শিক্ষক মোনায়েম হোসেন, উত্তর কালিগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বড়শিমলা কারবালা হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, সাংবাদিক আহম্মাদ উল্যাহ বাচ্ছু, ইশারাত আলী প্রমুখ।
কালিগঞ্জের তারালী মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পুর্তিতে সুবর্ন জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
জুন ৮ ২০১৯