কলারোয়ায় ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে মুস্তফা লুৎফুল্লাহ এমপি


জুন ২৩ ২০১৯

Spread the love


কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ার যুগিখালী ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২টার দিকে উপজেলার বামনখালী বাজারে এ ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুগিখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রবিউল হাসানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুনীর-উল-গীয়াস, বীর মুক্তিযোদ্ধা শওকাত আলী. আব্দুর জব্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কয়লা ইউনিয়ন পরিষদের তরুন চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, কুশোডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধাণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, কেন্দ্রয়ী স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুদ্দিন আল মাসুদ বাবু, নগরঘাটার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক মিজান গাইন ও মাওলানা বজলুর রহমান প্রমুখ। এছাড়া ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে যুগিখালী ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ও আ.লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন