নিজস্ব প্রতিবেদক :
সদর উপজেলার ১০নং আগরদাড়ী ইউনিয়নে ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ২৬ মে সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালির সভাপতিত্বে বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা করেন ইউপি সচিব আবুল কালাম। ২০১৯-২০ অর্থ বছরে রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১১লক্ষ ৮৫ হাজার ৭৯০ টাকা। আর সম্ভাব্য ব্যয় ১১লক্ষ ৭ হাজার ৫৬০ টাকা। রাজস্ব উদ্ধৃত্ত ৮ হাজার ২৩০ টাকা। এছাড়া উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ২ কোটি ৬৭ লক্ষ ৫ হাজার ৮০০ টাকা।। উন্নয়ন খাতে সম্ভাব্য ব্যয় ২ কোটি ৬১ লক্ষ ২ হাজার টাকা। উন্নয়ন খাতে উদ্ধৃত্ত ৬৩ হাজার ৮০০ টাকা। এসময় ইউপি সদস্য ইয়াছিন কবির, এরশাদ আলী, আব্দুল গফুর, হেলাল উদ্দিন, শাহাদাৎ হোসেন, রমেশ চন্দ্র দাশ, শামছুর রহমান, রেহেনা খাতুন, শহরবানু, আমেনা খাতুনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply