নিজস্ব প্রতিনিধি : দলিত এনজিও এর আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়ন পরিষদে নিরাপদ পানি,পায়খানা ও পরিস্কার পরিচ্ছন্নতার উন্নয়নের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন ২০১৯ ইং তারিখে মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দলিত এনজিও প্রোগ্রাম অফিসার বিকাশ চন্দ্র দাসের সঞ্চলনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমান। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন ইউপি সচিব আবুল কালাম, সাংবাদিক সেলিম হোসেন, ইউপি মেম্বর ইয়াছিন কবির, আব্দুল গফুর, এরশাদ আলি, হেলালউদ্দীন, সামছুর রহমান, ওয়ার্সপ কমিটির সদস্য প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক দিলিপ কুমার রায়, হাইস্কুলের সহকারী শিক্ষক বিশ্বজিৎমন্ডল, রিনা দাস, সাবনা বিশ্বাস, প্রফুল্লা দাস, স্বাস্থ্য কর্মী শাহানারা পারভীন সহ ওয়ার্সপ সদস্যবৃন্দ।
আগরদাড়ী ইউপিতে দলিত এনজিও’র কর্মশালা
জুন ১১ ২০১৯