সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং সাতক্ষীরা জেলা পুলিশের সহযোগিতায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আজ সকাল ১০টায় ১ম পুলিশ সুপার কাপ আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্ট-২০১৯ এর শুভ উদ্বোধন করেন সদ্য পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু। টুর্নামেন্টটিতে সাতক্ষীরা জেলার ৮টি থানার অংশগ্রহনে অনুষ্ঠিত হচ্ছে যার ফাইনাল খেলা আগামী কাল অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন, এছাড়া আরোও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়ব হাসান বাবু, কোষাধ্যক্ষ শাহ্ আলম হাসান শানু, নির্বাহী সদস্য মোঃ ইদ্রিস আলী, কাজী কামরুজ্জামান, সৈয়দ জয়নুল আবেদীন জসি, মীর তাজুল ইসলাম রিপন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, স.ম. সেলিম রেজা, হাফিজুর রহমান খান বিটু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা ফারহা দীবা খান সাথী সহ জেলা ক্রীড়া সংস্থার ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উক্ত ভলিবল টুর্নামেন্টের সম্পাদকের দায়িত্ব পালন করছেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ রুহুল আমিন। উদ্বোধনী খেলা সাতক্ষীরা সদর থানা বনাম পাটকেলঘাটা থানার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরা সদর থানা ৩-২ সেটে পাটকেলঘাটা থানাকে পরাজিত করে সেমিফাইনালে পৌছে যায়।
১ম পুলিশ সুপার কাপ আন্তঃথানা ভলিবল টুর্নামেন্ট-২০১৯ এর শুভ উদ্বোধন
মে ৫ ২০১৯