সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম এক বিবৃতিতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের বাস মিনিবাস মালিক সমিতির প্রাথমিক সদস্য পদ বাতিল করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বুধবার তারা এই বিবৃতিতে বাস মিনিবাস মালিক সমিতিতে অধ্যক্ষ আবু আহমেদের প্রাথমিক সদস্য পদ পুনর্বহালের আহবান জানান।
একই সাথে বাস মালিক সমিতির সকল পক্ষ আওয়ামী লীগের রাজনীতিতে বিশ^াসী উল্লেখ করে তারা পারস্পারিক ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে বাস মালিকদের স্বার্থ সংরক্ষণের আহবান জানান।
বাস মিনিবাস মালিক সমিতি নিয়ে জেলা আওয়ামী লীগের উদ্বেগ
মে ২৯ ২০১৯