চুকনগরে সড়ক দূর্ঘটনায় নিহত-১,ঘাতক ট্রাক আটক,ড্রাইভার পলাতক


মে ১৩ ২০১৯

Spread the love


চুকনগর প্রতিনিধি , খুলনা:
চুকনগরের আঠারো মাইলে সড়ক দূর্ঘটনায় নাসির (৪০) নামের এক জন নিহত। ঘাতক ট্রাক আটক, ড্রাইভার পালিয়েছে। খর্নিয়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় গত রবিবার সন্ধ্যা ৬.৪০ মিনিটে খুলনা সাতক্ষীরা মহা-সড়কে উপর আঠারো মাইল বাজার জামে মসজিদের সামনে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা পাথর বোঝায় একটি ট্রাক যাহার নম্বর ১৩-৩৯৮৪। ট্রাকটি আটক হলেও ড্রাই পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় খবর পেয়ে তাৎক্ষনিক হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচাজ দীন মোহাম্মদ শেখ ও এ.এস,আই হুমায়ুন সঙ্গী ও ফোর্স নিয়ে ঘটনা স্থলে এসে আহতকে উদ্ধার করে। ডুমুরিয়া ফায়ার সার্ভিস এর গাড়িতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। উক্ত নিহত ব্যক্তি হল সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেয়ালানলতা গ্রামের মোঃ ইমান আলী গাজীর ছেলে নাসির গাজী (৪০)। এ ব্যপারে খর্নিয়া হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ দীন মোহাম্মাদ শেখ এর নিকট জানতে চাইলে তিনি বলেন- লাশটি ময়না তদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।
ডুমুরিয়ার আরশনগর গ্রামের পূর্ব দাস পাড়ায় মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ সেলিম আক্তার স্বপনের পরিদর্শন
ডুমুরিয়া উপজেলার ৬নং মাগুরাঘোনা ইউনিয়নের আরশনগর গ্রামের পূর্ব দাস পাড়ায় বরুন কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসের পরিচালনায় ১৬ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান চলছে। ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ সেলিম আক্তার স্বপনের পরিদর্শন এর সময় তার সাথে ছিলেন প্রনয় বিশ্বাস, জাকির হোসেন, মিজানুর রহমান খান, সাংবাদিক শেখ আব্দুল মজিদ, আলি রেজা, বলরাম, রবীন্দ্রনাথ সরকার, লূৎফর রহমান, চিত্তরঞ্জন দাস, কামরুল ইসলাম গাজী, জুয়েল সরকার প্রমুখ এবং আরও অনেক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন