নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দূঘর্টনায় আকরাম হোসেন (২০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা বন্ধু শরিফ হোসেন (২২) আহত হয়েছে। প্রত্যক্ষ্যদর্শীরা জানান-রোববার বেলা ১২টার দিকে উপজেলার বামনখালী বাজার থেকে ওই পুলিশ সদস্য একটি হিরোহোন্ডা মোটরসাইকেল সাতক্ষীরা-ল-১২-১৩১০ যোগে তার বন্ধু শরিফ হোসেনকে সাথে নিয়ে কলারোয়ায় আসার পথিমধ্যে বামনখালী রোড়ের ইমাদুলের মেহগনী বাগানের সামনে পৌছালে হঠাৎ কলারোয়া থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি মাইক্রবাস ঢাকা মেট্রো-গ-১১-২৫৬৮ সামনে থেকে মুখুমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা পুলিশ সদস্য গুরুত্বর জখম প্রাপ্ত হয়। তাৎক্ষনিক ভাবে দুইজনকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নেয়া হলে তাদের উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ সদস্য আকরাম হোসেন মৃত্যু রবণ করেন। নিহত পুলিশ সদস্য কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের আ: গফুরের ছেলে। তিনি বর্তমানে কুষ্টিয়া পুলিশ লাইনে কর্মরত আছেন। ছুটি নিয়ে বাড়ীতে এসে সড়ক দূর্ঘটনায় নিহত হন। তার বন্ধু একই গ্রামের মুকুল হোসেনের ছেলে। পুলিশ ঘটনা স্থান থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোরটসাইকেলটি উদ্ধার করেছে। এসময় ফেলে যাওয়া ঘাতক মাইক্রবাসটি জব্দ করে থানা পুলিশ। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান- নিহতের বিষয় নিয়ে এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনহত ব্যবস্থা গ্রহন করা হবে।
কলারোয়ায় সড়ক দূঘর্টনায় এক পুলিশ সদস্য নিহত
মে ৫ ২০১৯