আশাশুনির সংবাদ


মে ১৩ ২০১৯

Spread the love

আশাশুনিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা খাতুন মিলি, বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার. উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, এলজিইডি কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মান্নান, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, আশাশুনি থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি এসআই হাসানুজ্জামান হাসান, আইন শৃঙ্খলা কমিটির সদস্য উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক মিজানুর রহমান, প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, বুদ্ধদেব সরকার, আশাশুনি প্রেসক্লাবে সভাপতি এস এম আহসান হাবীব, সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, কৃষি অধিদপ্তরের প্রতিনিধি সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল গনি, সমবায় অধিদপ্তরের প্রতিনিধি খাইরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থানে থেকে ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আশাশুনিতে ভোক্তা অধিকার বিষয়ক
সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতাবৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা খাতুন মিলি, বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার. উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, এলজিইডি কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মান্নান, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, আশাশুনি থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি এসআই হাসানুজ্জামান হাসান, মৎস্যজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস এম আহসান হাবীব, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি প্রমুখ। সভায় পবিত্র রমজান উপলক্ষে হাট-বাজার গুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং বাজার মনিটারিং করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আনুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে বৈদ্যুতিক পাখা ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আনুলিয়ার বাসুদবেপুর গ্রামের বাদুল্য সরদারের পুত্র লাভলু (৩৫) ঘটনার সময় ঘরের বৈদ্যুতিক সিলিং ফ্যান বন্ধ হয়ে যাওয়ায় মেইন সুইচ বন্ধ না করে ফ্যান ঠিক করছিলেন। ফ্যানের পাখায় হাত স্পর্শ করার সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে তিনি ছিটকে মাল্টি প্লাকের উপর পড়ে। বাড়ির লোকজন দ্রুত মেইন সুইচ বন্ধ করে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়ে যায়। মৃতকালে তিনি পিতা-মাতা, স্ত্রী ও ২টি কন্যা সন্তান রেখে গেছেন।

আশাশুনিতে জিও-এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জিও-এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২.৩০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম কুমার চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আবম মোছাদ্দেক, এস এম রফিকুল ইসলাম, দীপংকর কুমার সরকার দীপ, এনজিও ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার মেলিন্ডা মেন্ডিস, উত্তরনের মেহদী হাসান, ব্র্যাকের শিখারানী, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) জি এম মাসুম বিল্লাহ, টিএমএসএস আল আমিন, এসকেএস সাইফুল ইসলাম, ইডা রফিকুল ইসলাম, মোজাহারুদ্দিন মাল্টি ক্রাফট এর মহানন্দ ঢালী, আশার আঃ ছাত্তার, ফ্রেন্ডশীপ ও আইডিয়াল প্রতিনিধি বক্তব্য রাখেন। সভায় এনজিও গুলোকে তাদের কার্যক্রম সরকারি কর্মকর্তা ও জন প্রতিনিধিদের সাথে সমন্বয় সাধন করে সাফল্যজনক ভাবে এগিয়ে নেওয়া এবং এনজিওগুলোর বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

বুধহাটায় হতদরিদ্র দলের আত্মবিশ^াস তৈরি বিষয়ক প্রশিক্ষণ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় হত দরিদ্র দলের আত্ম বিশ^াস তৈরি বিষয়ক প্রশিক্ষণ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বুধহাটা এন এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশাশুনি এপি’র আয়োজনে অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, প্রকল্পের ফ্যাসিলিটেটর দীপংকর দত্ত ও জ¦লেমিন হোসেন। হত দরিদ্র দলের ২৭ জন সদস্যের অংশ গ্রহনে প্রশিক্ষণ অনুষ্ঠানে কিভাবে নিজের ও পরিবারের ভাগ্যের পরিবর্তন করা যায়, সদস্যদের উন্নত জীবনের জন্য কি স্বপ্ন রয়েছে, সে স্বপ্ন পূরনে করনীয়তাসহ জীবন যাত্রার মান উন্নয়নে করনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন