স্টাফ রিপোর্টার: রাফি হত্যার প্রতিবাদে সাতক্ষীরা জেলা এনসিটিএফ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা এনসিটিএফ মেধাবী মাদ্রাসা ছাত্রী রাফি হত্যার প্রতিবাদে ও দোষীব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও পুলিশ সুপার বরাবর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ’র নিকট স্মারকলিপি প্রদান করেন। সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এনসিটিএফ সদস্যরা বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা জেলা অফিসে এসে জড়ো হয়। সকাল ১১টায় এনসিটিএফ সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল নিকট মেধাবী মাদ্রাসা ছাত্রী রাফি হত্যার প্রতিবাদে ও দোষীব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে স্মারক লিপি প্রদান করেন। এরপর জেলা এনসিটিএফ সদস্যরা পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ এর নিকট দোষী দের শাস্তির দাবীতেও স্মারক লিপি প্রদান করে। জেলা এনসিটিএফ সভাপতি পুজা দাশ স্বাক্ষরিত স্মারকলিপিতে এনসিটিএফ সদস্যরা দেশের সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান, তারা শিশুদের উপর শারিরীক ওমানসিক নির্যাতনসহ যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করার দাবী জানান। শিশুদের নির্যাতনকারী ঐ সকল নরপিশাচদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন পূজা, সুজিত, আশা, রাখি, লিটন, মামুন, বাবু, শ্রাবন, মিনু , রাজিব, কৃষ্ণ, প্রীতমসহ জেলা এনসিটিএফ এর সদস্যরা ।
Leave a Reply