1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
৩১ আষাঢ়, ১৪৩২
Latest Posts
📰ছাত্ররাজনীতিকে ‘না’ বললো খু‌বির সহস্রাধিক নবীন শিক্ষার্থী📰সাতক্ষীরায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন📰আশাশুনিতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত📰আশাশুনি দাখিল মাদ্রাসাটি আলিম স্তরে উন্নীত হওয়ায় শুকরিয়া সমাবেশ📰খুলনা-পাইকগাছা সড়কের তালা উপ-শহরের বেহাল দশা; জনভোগান্তি চরমে📰জেলা জাতীয় পার্টির উদ্যোগে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এঁর  ৬ম তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান📰তালায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা📰কালিঞ্চীর কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, উন্নয়নের ছোঁয়া চায় এলাকাবাসী📰তালায় প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত📰বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি খুবই ভালো অবস্থায় : বিশ্বব্যাংক

সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালে শ্রমিক ইউনিয়নের নির্বাচনে উৎসব মূখর পরিবেশে প্রতীক বরাদ্দ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯
  • ১৯৫ সংবাদটি পড়া হয়েছে


গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় নির্বাচন কমিশনার এড. শেখ মোঃ ফারুক, সদস্য সচিব এড. অনীত মুখার্জী ও সদস্য এড. আঃ লতিফ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ৬৩ জন প্রার্থীর মধ্যে উৎসব মূখর পরিবেশে প্রতীক বরাদ্দ করেন। সভাপতি পদে ৪জন আরশাদ আলী গাজী (হরিন), আরশাদ আলী (মোবাইল), মীর মনিরুজ্জামান মনি (চেয়ার) ও শেখ রবিউল ইসলাম রবি (বাস), সহ-সভাপতি পদে ৬জন কাজী আবুল বাশার(টচলাইট), শেখ আব্দুল তৌহিদ (দেওয়াল ঘরি), মোঃ মুকুল হোসেন (মটর সাইকেল), শেখ মকছুর রহমান(দোয়াত কলম), নজরুল ইসলাম(হাঁস), মহিদুল ইসলাম (কবুতর), সাধারণ সম্পাদক পদে দুই জন কাজী আক্তারুজ্জামান মহব্বত(শাপলা) ও শেখ জাহিদুর রহমান জাহিদ(ছাতা), যুগ্ম সম্পাদক পদে ৪জন সালাম সরদার(বটগাছ), ফারুক হোসেন(আনারস), মহিদুল ইসলাম(মোরগ), শেখ শফিকুল ইসলাম সফি(প্রজাপতি), সহ-যুগ্ম সম্পাদক পদে ৩জন কামাল হোসেন (সাঁড়াশী), ইব্রাহিম সরদার(মই), শওকত আলী (খেজুর গাছ), সাংগঠনিক সম্পাদক পদে ৪জন শেখ আব্দুল হাকিম(গোলাপফুল), নুরুল আলম(আপেল), শেখ মিরাজুল ইসলাম(কুড়ে ঘর), মিলন হোসেন (উড়ো জাহাজ), সহ-সাংগঠনিক সম্পাদক ৪জন মোহাম্মদ হোসেন (ট্রাক), খন্দকার বদিউজ্জামান(মাছ), জাকির হোসেন টিটু (র‌্যাকেট), মোঃ মশিয়ার সিংহ, প্রচার সম্পাদক ৩জন ইব্রাহিম রহমান(সাইকেল), শেখ মোজাফফর হোসেন (তালাচাবি), সাইফুল ইসলাম (মোমবাতি), সহ-প্রচার সম্পাদক ৩জন শ্রী অসীম অধিকারী (গাভী), ফজলুর রহমান(দোয়েল পাখি), নাজমুল হোসেন(ব্যালচা), সমাজকল্যাণ সম্পাদক ৩জন আজগর আলী ফুটবল, আব্দুর রহমান (হাতুড়ি), জুলফিকার হোসেন (রিক্সা), অফিস সম্পাদক ৪জন আসাদুর রহমান খান (হাতী), শেখ কামরুল ইসলাম কবির(কুড়াল), জাকির হোসাইন (তলোয়াড়), মনিরুল ইসলাম (টেবিল), কোষাধ্যক্ষ ২ জন আনিছুর রহমান (বই), শেখ হুমায়ুন কবির (আম), কার্যকরি সদস্য ৮টি পদের অনুকুলে মোট প্রার্থী ২২জন আক্তারুজ্জামান (গরুর গাড়ী), আক্তার হোসেন(স্টারিং), আকরাম হোসেন(পাঞ্জা), আকাশ হোসেন (টায়ার), আব্দুল মহিদ(টেলিভিশন), আলমগীর হোসেন(মিনার), আব্দুস সামাদ(সূর্য), শেখ আনারুল ইসলাম (ডালিম), ইদ্রিস আলী(জগ), তরিকুল ইসলাম (হারিকেন), দিপক ব্যানার্জী (কাপ পিরিচ), খান মনিরুল ইসলাম(সিলিং ফ্যান), বাবু গোলদার(পান), বাবুল হোসেন (ঘুড়ি), বিল্লাল হোসেন (ডাব), মোজাম্মেল হোসেন (কলম), শামিনুর রহমান(কাঁঠাল), শফিকুল ইসলাম (কোঁদাল), সালাম ব্যাপারি(বাঘ), সুমন হোসেন (হাতপাখা), হামিদুল ইসলাম (চিরুনি) ও হুমায়ুন কবির (কলা)। প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd