সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বর্ণিল আয়োজন ও ব্যাপক উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নানা উৎসবে পালিত হয়েছে বাঙালী জাতির পুরাতন ইতিহাস ও লোকজ ঐতিহ্য বহনের ১৪২৬ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের দিনটি বাঙালী জাতির জন্য সবচেয়ে আনন্দময়, সবচেয়ে রঙিন উৎসব। এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। পান্তা উৎসব এবং পরে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের হলরুমে অধ্যক্ষ মো. জিয়াউল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চীফ ইন্সট্যাক্টর মো. মশিউর রহমান, ইন্সট্যাক্টর মো. আনিছুর রহমান, মো. মাহবুবুর রহমান, মো. শফিকুল ইসলাম, শেখ আব্দুল আলিম, জুনিয়র ইন্সট্যাক্টর মো. মাসুদ রানা, ভাষা শিক্ষক মো. শরিফুল ইসলাম, মানবিক শিক্ষক বিষ্ণ চন্দ্র পাল, খন্ডকালীন শিক্ষক মাওলানা রুহুল কুদ্দুস প্রমুখ। আলোচনা সভা শেষে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply