স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির হলরুমে দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আবুল হোসেন (২)। বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম, সাধারণ সম্পাদক এড. মো: তোজাম্মেল হোসেন তোজাম, সাবেক সাধারণ সম্পাদক এড. আ.ক.ম রেজওয়ান উল্লাহ সবুজ, নির্বাচন কমিশনার এড. আব্দুল জলিল প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সহ-সভাপতি মহিতুল ইসলাম, যুগ্ম-সম্পাদক পদে এবিএম আনিসুজ্জামান আনিস, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সহ-সম্পাদক (লাইব্রেরী) কোষাধ্যক্ষ ইউনুস আলী, সহ-সম্পাদক (ক্রীড়া) আকবর আলী, সহ-সম্পাদিকা (মহিলা) লাকী ইয়াছমিন, সদস্য শিহাব মাসউদ সাচ্চু, সাহেদুজ্জামান সাহেদ এবং রফিকুল ইসলাম রফিক প্রমুখ। এসময় জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এড. মো. জিয়াউর রহমান।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির দায়িত্বভার হস্তান্তর
এপ্রিল ৬ ২০১৯