গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় নির্বাচন কমিশনার এড. শেখ মোঃ ফারুক, সদস্য সচিব এড. অনীত মুখার্জী ও সদস্য এড. আঃ লতিফ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ৬৩ জন প্রার্থীর মধ্যে উৎসব মূখর পরিবেশে প্রতীক বরাদ্দ করেন। সভাপতি পদে ৪জন আরশাদ আলী গাজী (হরিন), আরশাদ আলী (মোবাইল), মীর মনিরুজ্জামান মনি (চেয়ার) ও শেখ রবিউল ইসলাম রবি (বাস), সহ-সভাপতি পদে ৬জন কাজী আবুল বাশার(টচলাইট), শেখ আব্দুল তৌহিদ (দেওয়াল ঘরি), মোঃ মুকুল হোসেন (মটর সাইকেল), শেখ মকছুর রহমান(দোয়াত কলম), নজরুল ইসলাম(হাঁস), মহিদুল ইসলাম (কবুতর), সাধারণ সম্পাদক পদে দুই জন কাজী আক্তারুজ্জামান মহব্বত(শাপলা) ও শেখ জাহিদুর রহমান জাহিদ(ছাতা), যুগ্ম সম্পাদক পদে ৪জন সালাম সরদার(বটগাছ), ফারুক হোসেন(আনারস), মহিদুল ইসলাম(মোরগ), শেখ শফিকুল ইসলাম সফি(প্রজাপতি), সহ-যুগ্ম সম্পাদক পদে ৩জন কামাল হোসেন (সাঁড়াশী), ইব্রাহিম সরদার(মই), শওকত আলী (খেজুর গাছ), সাংগঠনিক সম্পাদক পদে ৪জন শেখ আব্দুল হাকিম(গোলাপফুল), নুরুল আলম(আপেল), শেখ মিরাজুল ইসলাম(কুড়ে ঘর), মিলন হোসেন (উড়ো জাহাজ), সহ-সাংগঠনিক সম্পাদক ৪জন মোহাম্মদ হোসেন (ট্রাক), খন্দকার বদিউজ্জামান(মাছ), জাকির হোসেন টিটু (র্যাকেট), মোঃ মশিয়ার সিংহ, প্রচার সম্পাদক ৩জন ইব্রাহিম রহমান(সাইকেল), শেখ মোজাফফর হোসেন (তালাচাবি), সাইফুল ইসলাম (মোমবাতি), সহ-প্রচার সম্পাদক ৩জন শ্রী অসীম অধিকারী (গাভী), ফজলুর রহমান(দোয়েল পাখি), নাজমুল হোসেন(ব্যালচা), সমাজকল্যাণ সম্পাদক ৩জন আজগর আলী ফুটবল, আব্দুর রহমান (হাতুড়ি), জুলফিকার হোসেন (রিক্সা), অফিস সম্পাদক ৪জন আসাদুর রহমান খান (হাতী), শেখ কামরুল ইসলাম কবির(কুড়াল), জাকির হোসাইন (তলোয়াড়), মনিরুল ইসলাম (টেবিল), কোষাধ্যক্ষ ২ জন আনিছুর রহমান (বই), শেখ হুমায়ুন কবির (আম), কার্যকরি সদস্য ৮টি পদের অনুকুলে মোট প্রার্থী ২২জন আক্তারুজ্জামান (গরুর গাড়ী), আক্তার হোসেন(স্টারিং), আকরাম হোসেন(পাঞ্জা), আকাশ হোসেন (টায়ার), আব্দুল মহিদ(টেলিভিশন), আলমগীর হোসেন(মিনার), আব্দুস সামাদ(সূর্য), শেখ আনারুল ইসলাম (ডালিম), ইদ্রিস আলী(জগ), তরিকুল ইসলাম (হারিকেন), দিপক ব্যানার্জী (কাপ পিরিচ), খান মনিরুল ইসলাম(সিলিং ফ্যান), বাবু গোলদার(পান), বাবুল হোসেন (ঘুড়ি), বিল্লাল হোসেন (ডাব), মোজাম্মেল হোসেন (কলম), শামিনুর রহমান(কাঁঠাল), শফিকুল ইসলাম (কোঁদাল), সালাম ব্যাপারি(বাঘ), সুমন হোসেন (হাতপাখা), হামিদুল ইসলাম (চিরুনি) ও হুমায়ুন কবির (কলা)। প্রেস বিজ্ঞপ্তি
সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালে শ্রমিক ইউনিয়নের নির্বাচনে উৎসব মূখর পরিবেশে প্রতীক বরাদ্দ
এপ্রিল ১৯ ২০১৯